Khoborerchokh logo

সারা বিশ্বে কুষ্টিয়ার গর্ব শিল্পপতি মুজিবুর রহমান 461 0

Khoborerchokh logo

ছবি,শিল্পপতি মুজিবুর রহমান

বাদল,কুষ্টিয়া থেকে:

বিশ্বের অন্যতম বৈদ্যুতিক তার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মজিবর রহমানের জন্ম কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামে।
১৯৭৮ সালের ২৩ অক্টোবর তিনি গড়ে তোলেন বিআরবি কেবল ইন্ডাস্টিজ লিমিটেড।
কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠিত স্বনামধন্য এই শিল্প প্রতিষ্ঠানটি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে স্থান করে নিতে সক্ষম হয়েছে।


গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বিআরবি কোম্পানী দেশ-বিদেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছে। এই কোম্পানীর অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লি.এমআরএস ইন্ডাস্ট্রিজ লি.ও বিআরবি পলিমার লি.এর মত বড় বড় শিল্প প্রতিষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য।
এসব শিল্প প্রতিষ্ঠানের বাইরে কিয়াম ছিরাতুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট, শিক্ষা ও মানবসেবাসহ বেশ কিছু প্রতিষ্ঠান বিআরবি শিল্প প্রতিষ্ঠানের আওতায় আলহাজ্ব মজিবর রহমানের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
আর এই প্রতিষ্ঠানের কর্ণধার কুষ্টিয়ার কৃতিসন্তান দেশ বরেণ্য শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান বেশ কয়েকবার সিআইপি নির্বাচিত হন। জাতীয় রপ্তানিতে বিশেষ অবদান রাখায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কর্তৃক তিনি কয়েকবার জাতীয় স্বর্ণপদক লাভ করেন।



পণ্য উৎপাদন ও গুনগত মান রক্ষার জন্য আইএসও সনদ লাভসহ বিশ্বের প্রায় ২শ’টি দেশের তিন হাজার কেবলস্ কোম্পানীর মধ্যে নির্বাচিত ৫০টি শীর্ষস্থানীয় কোম্পানী মধ্য থেকে বিশ্ব র‌্যাঙ্কিং-এ কুষ্টিয়ার বিআরবি কেবলস্ ইন্ডাস্ট্রিজ ৩০ তম স্থান ও দেশের মধ্যে প্রথম স্থান লাভ করে কুষ্টিয়ার ভাবমূর্তি উজ্জলসহ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এছাড়া মান সম্পন্ন পণ্য প্রস্ততকারী ও বিশেষ অবদান রাখার জন্য বিআরবি কেবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মজিবর রহমান বিভিন্ন সময় সরকারের কাছ থেকে নানা পুরস্কারে ভূষিত হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ এডুকেশন স্কলারশীপ ট্রাস্ট স্বর্ণপদক,শের-ই-বাংলা একে ফজলুল হক স্বর্ণপদক,১০ম গোল্ডেন আমেরিকা অ্যাওয়ার্ড জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) বিশেষভাবে উল্লেখযোগ্য। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com